ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে শূন্য দশমিক শূন্য আট শতাংশ। আর বাজার মূলধন বেড়েছে এক দশমিক ৭১ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ৬৯ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১১ দশমিক ৩০ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ৭০ পয়েন্ট বা এক দশমিক ৪৬ শতাংশ বেড়ে এক হাজার ১৫৮ দশমিক ৫৩ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ৪৫ শতাংশ বেড়ে এক হাজার ৭৪০ দশমিক ২৩ পয়েন্টে স্থির হয়। মোট ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি দুটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৫৮ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯১৮ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৫৯ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৬৫৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৮৯ লাখ ৯৬ হাজার ৭৪০ টাকা বা শূন্য দশমিক শূন্য আট শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ২৯৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৯১ টাকা। আগের সপ্তাহে যা ছিল চার হাজার ২৩৯ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে এক হাজার ৫৫ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৯৫৮ টাকা বা ২৪ দশমিক ৮৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল তিন লাখ ৭২ হাজার ৫৮৭ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৩৩ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল তিন লাখ ৭৮ হাজার ৯৪১ কোটি ৯৭ লাখ ছয় হাজার ৩২৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক দশমিক ৭১ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে আর্থিক প্রতিষ্ঠান খাতের খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৮ কোটি ২৩ লাখ ছয় হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির আর্থিক প্রতিষ্ঠান খাতের এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন পাঁচ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার।
এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ও ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
‘বি’ ক্যাটেগরির ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন চার কোটি ৩৫ লাখ ১২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার।
আর ‘বি’ ক্যাটেগরির কোম্পানি ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৮৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।
এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ১৫ লাখ এক হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ আট হাজার টাকার শেয়ার।
তালিকার সপ্তম অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার।
তালিকার অষ্টম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।