রাজধানীর গুলশান শপিং সেন্টারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফায়ার লিডার রুবিনা আক্তার শুক্রবার সকালে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট সেখানে যায়। আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, গুলশান ১ নম্বরের ওই শপিং সেন্টারের ষষ্ঠ তলায় শমসের অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য তালা ভেঙে মার্কেটের ভেতরে প্রবেশ করতে হয়েছে। পরে ছাদে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন ষষ্ঠ তলার বাইরে অন্য ফ্লোরে ছড়াতে না পারায় মার্কেটের অন্যান্য অংশ বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়।
মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, বহু পুরোনো এই মার্কেটে গত কয়েক বছরে তিনবার আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবারই আগুন লাগার পর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয় না।