নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩১। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন পাঁচজন। এ পর্যন্ত একজনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল।
৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ৯৪ শতাংশ দগ্ধ নিয়ে বিকেল ৪টায় নজরুল ইসলাম (৫০) ও ৯৩ শতাংশ দগ্ধ নিয়ে বিকেল পৌনে ৫টায় শেখ ফরিদ (২৩) মারা গেছেন। তারা দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ময়মনসিংহের ত্রিশালের আব্দুর রহমানের ছেলে ফরিদ (৫৫), পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মোহাম্মদ কেনান (২৪), নারায়ণগঞ্জের ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে রিফাত (১৮), শরীয়তপুরের নড়িয়া কেদারপুর গ্রামের মনু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪০), নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসিরহাট গ্রামের আবদুল আহাদের ছেলে আমজাদ (৩৭)।
