ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

বলিউড অভিনেত্রীর প্রেমে মজেছে পৃথ্বী শ!

ক্রিকেট তারকাদের সঙ্গে বিনোদন দুনিয়ায় সম্পর্কে জড়ানো একেবারেই নতুন নয়, অতীতে বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে শুরু করে যুবরাজ সিং-হ্যাজেল কিচরা সম্পর্ক জড়িয়েছেন। সম্পর্কের টানে সাত পাতে বাধা পড়েছেন এই সব জুটি। বর্তমান প্রজন্ম ধরলে বিনোদন জগৎ থেকে আথিয়া শেট্টির সঙ্গে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের বিশেষ সম্পর্ক রয়েছে। এবার আরও এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিনোজন দুনিয়ায় কানেকশনের গুঞ্জন শোনা যাচ্ছে।

পৃথ্বী শ, ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড় গুঞ্জন, হিন্দি সিরিয়ালের জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে আইপিএলের জন্য দুবাইয়ে থাকা পৃথ্বীর ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী প্রাচী সিংয়ের কমেন্ট দেখে কিন্তু সেই ইঙ্গিতই পেয়েছেন ক্রিকেটভক্তরা। আর এই নিয়েই এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

আপাতত দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নামতে মুখিয়ে পৃথ্বী। চুটিয়ে অনুশীলনও করছেন। তার সঙ্গে শিখর ধাওয়ানের ওপেনিং জুটির উপর অনেকটাই নির্ভর করবে দলের পারফরম্যান্স। কিন্তু এর মধ্যেই সামনে এল তার এবং প্রাচীর সম্পর্কে জড়ানোর জল্পনা। আসলে পৃথ্বীর প্রত্যেকটি ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট রয়েছে প্রাচীর। আর তার পাল্টা জবাবও দিতে দেখা গিয়েছে পৃথ্বীকে। আর দু’‌জনের এই কথোপকথন দেখার পরই ছড়িয়েছে জল্পনা।

পৃথ্বী শয়ের একটি পোস্টে এক অন্তরঙ্গ কমেন্ট করেছেন প্রাচী সিং। সেই কমেন্টের পরই পৃথ্বী-প্রাচীর হাত ধরে পুনরায় ক্রিকেট ও সিনে দুনিয়ার মিলন হতে চলেছে বলে গুঞ্জন। দুই তারকা অবশ্য এই নিয়ে প্রকাশ্য এখনও কোনও মন্তব্য করেননি।

পৃথ্বীর এক পোস্টে প্রাচী লেখেন, ‘তোমার ঐ মিষ্টি হাসিটা আমি মিস করি।’ এরপরই লজ্জা পাওয়ার ইমোজি ব্যবহার করে প্রাচীকে রিপ্লাই করেন পৃথ্বী। দুজনের এই কথোপকথনের পরই পৃথ্বী-প্রাচীকে নিয়ে গুঞ্জন শুরু।

২০১৮ সালে পৃথ্বীর নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য পৃথ্বী বরাবরই লাইমলাইটে। এরপর ওই বছরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দু’‌টি টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পান তিনি। কিন্তু প্রথম একাদশে জায়গা মেলেনি।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রথম একাদশে সুযোগ পান পৃথ্বী। নজরও কাড়েন। কিন্তু চোট এবং নিষিদ্ধ ওষুধ নেওয়ায় তার উপর নিষেধাজ্ঞা চাপায়, দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে সেই সফর বাতিল হয়। আর তাই এখন আইপিএলেই পাখির চোখ পৃথ্বীর। কিন্তু এর পাশাপাশি নয়া এই জল্পনাও জুড়ল। এখন দেখার সত্যিই দু’‌জনের মধ্যে কোনও সম্পর্ক গড়ে উঠছে কি না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন