ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

ট্রাম্পকে ডাকাত সর্দার বললেন তার সাবেক আইনজীবী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুণ্ডা বা ডাকাত সর্দারের মতো আচরণ করে থাকেন বলে অভিযোগ করেছেন তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এচাড়া ট্রাম্প কৃষ্ণাঙ্গ সব মানুষ সম্পর্কে বাজে ধারণা পোষণ করেন বলেও জানা তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে আর্থিক নিয়ম ভঙ্গসহ একাধিক অপরাধে জেল খাটার সময় লেখা ‘ডিজলয়াল, এ মেমোয়ার’ বইতে তিনি এসব অভিযোগ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ হতে যাওয়া ‘ডিজলয়্যাল: এ মেমোয়ার’ নামের বইটিতে দাবি করা হয়েছে নেলসন ম্যান্ডেলা এবং স্প্যানিশ জনগোষ্ঠীকে নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়েছে মাইকেল কোহেন মিথ্যা বলছেন।

কোহেন একজন নিন্দিত অপরাধী ও বার থেকে বহিষ্কৃত আইনজীবী, যিনি কংগ্রেসকে মিথ্যা বলেছিলেন। তিনি সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। মিথ্যা থেকে ফায়দা নেওয়ার তার সর্বশেষ প্রচেষ্টা দেখে বিস্মিত হচ্ছি না, এক বিবৃতিতে এমনটাই বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলে ম্যাকেনানি।

নতুন এ আত্মজীবনীমূলক বইতে কোহেন বলেছেন, যেসব অভিযোগ তাকে কারাগারে পাঠিয়েছে, তার সবগুলোতে ট্রাম্পও সমান অপরাধী। বইতে সাবেক বসকে ‘প্রতারক, মিথ্যাবাদী, জালিয়াত, মাস্তান, বর্ণবাদী, নির্মম উৎপীড়ক ও ধোঁকাবাজ’ বলেও অভিহিত করেছেন তিনি।

বইতে কুহেন দাবি করেছেন , ট্রাম্পের মানসিকতা হচ্ছে গুণ্ডা বা ডকাত সর্দারের মতো।

সাবেক আইনজীবী মাইকেল কোহেন তার বইতে লিখেছেন, ‘নিয়ম মেনেই ট্রাম্প কৃষ্ণাঙ্গ সব ঐতিহ্য সম্পর্কেই বাজে ধারণা পোষণ করেন, সেটা মিউজিক থেকে শুরু করে সংস্কৃতি এবং রাজনীতি পর্যন্তও।’

তার দাবি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট এবং বর্ণবাদ বিরোধী কর্মী নেলসন ম্যান্ডেলা কোনও নেতাই ছিলেন না। বর্ণবিদ্বেষের বিরোধিতা করে ২৭ বছর কারাগারে কাটানোর পর প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ম্যান্ডেলা।

কোহেনের দাবি, সেই নেতা সম্পর্কে একবার ট্রাম্প বলেছিলেন, ‘একটা দেশ চালাচ্ছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি সেটা কি সবচেয়ে নোংরা জায়গা নয়, বলুন আমাকে। সেটি সম্পূর্ণ মলে ভর্তি।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন