ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনের ন্যায্য ও স্থায়ী সমাধান চায় সৌদি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ফিলিস্তিনের ন্যায্য ও স্থায়ী সমাধান চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সোমবার গালফভুক্ত দেশগুলোর এমন চাওয়ার কথা তিনি টেলিফোনে জানান বলে দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে জানানো হয়। খবর আলজাজিরার।

গতমাসে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এ প্রথম সৌদি বাদশাহ এ বিষয়ে মুখ খুললেন। ২০০২ সাল থেকেই দেশটি ফিলিস্তিনের শান্তি আলোচনা নিয়ে কাজ করে আসছিলো। এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। যদিও অনেক মুসলিম দেশ আমিরাতের এ শান্তি চুক্তির কঠোর সমালোচনা করেছেন।

উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরাইলের স্বীকৃতি না দিলেও তাদের মধ্যে গোপনে সম্পর্ক বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে ওঠে এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন