লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ত্রিপোলির আকাশ। রাজধানীর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, শহরের অনেক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখি। এ সময় দেখি বেশিরভাগ যানবাহন ভয়ে উল্টো দিক দিয়ে পালাচ্ছে। আমি নিশ্চিত এটা একটি আক্রমণ।
লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যানের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
