আমেরিকার ক্যানোসায় বিক্ষোভে পুলিশের গুলিবর্ষনের ঘটনায় ব্যাপক সংঘাতের সৃষ্টি হয়। জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করার পরেই সেখানে উত্তেজনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট রাজ্যটিতে সফরে গিয়ে পুলিশের কার্যক্রমের সমর্থন দিয়ে বিক্ষোভকারীদের অভ্যন্তরীণ সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন। খবর বিবিসির।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সফরের পর স্থানীয় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘যে ভাঙচুর ও পোড়ানোর দৃশ্য আমি দেখেছি এগুলো কোনোভাবেই শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে না, এটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ এই সময় ট্রাম্প মার্কিন পুলিশের পদক্ষেপকে সমর্থন জানান এবং গণমাধ্যমগুলোকে অভিযোগ করে বলেন, তারা কেবলমাত্র অফিসারদের কিছু খারাপ কাজ তুলে আনছে। এটি খুবই অনায্য।’ পদ্ধতিগত বর্ণবাদের বিষয়টি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, কেনোসার সংখ্যারিষ্ঠ বাসিন্দা বর্ণবাদের চেয়ে ‘আইন-শৃঙ্খলা’নিয়ে বেশি উদ্বিগ্ন।

ট্রাম্প আইনপ্রয়োগকারী সংস্থাকে ১০ লাখ ডলার তহবিল, বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় ৪০ লাখ ডলার আর্থিক অনুদান ও জননিরাপত্তার জন্য ৪ কোটি ২০ লাখ ডলার দেয়ার ঘোষণা দেন। ক্যানোসাতে কেন্দ্রীয় বাহিনীর ২০০ সদস্য পাঠানোরও ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের এই সফরের সময় ক্যানোসার রাস্তায় তার সমর্থক ও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী উভয়দলই জড়ো হয়েছিলো। উইসকনসিনের ডেমোক্রেট গর্ভনর টনি ইভারস বলেন, ‘আমি উদ্বিগ্ন, প্রেসিডেন্টের সফর আমাদের ঐক্য ও শান্তি স্থাপনের প্রচেষ্টাকেই খর্ব করবে।’ জ্যাকবের পরিবারের আইনজীবী বলেন, ‘এই সফরে জ্যাকব ব্ল্যাকই প্রাথমিক বিষয় হওয়ার কথা ছিলো, কিন্তু ট্রাম্প তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন।’
