ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

সহিংসতা বন্ধে ইসরায়েলের সঙ্গে সমঝোতার দাবি হামাসের

‘জনগণের বিরুদ্ধে চলা আগ্রাসনের অবসান’ হিসেবে ইসরায়েলের সঙ্গে হামাস সমঝোতায় এসেছে বলে জানালেন দলটির নেতা ইয়াহিয়া সিনওয়ার।

গাজা নিয়ন্ত্রণে রাখা দলটির বরাত দিয়ে আল জাজিরা জানায়, কাতারের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে।

সোমবার কাতারের দূত মোহাম্মদ আল ইমাদির সঙ্গে আলোচনার পর ইয়াহিয়া বলেন, সাম্প্রতিক উত্তেজনা ও জনগণের বিরুদ্ধে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানের সমঝোতায় পৌঁছানো গেছে।

তবে বিষয়টি নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত ৬ আগস্ট থেকে প্রতিদিন গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা থেকে নিয়মিত ইসরায়েলে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো এবং রকেট হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

বলা হচ্ছে, সমঝোতার আওতায় ইসরায়েলের বিরুদ্ধে বেলুন ও অন্যান্য হামলা সম্পূর্ণ বন্ধ করা হবে। বিনিময়ে ১৩ বছর ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার থেকে তেল সরবরাহ পুনরায় শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি পুনরায় সচল হবে। উপকূলে আবারও মাছ ধরতে দেওয়া হবে। সহজ হবে আরও কিছু নিষেধাজ্ঞা।

এ ছাড়া গাজার ৫০ শতাংশেরও বেশি বেকারত্ব নিরসনে আরও কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে কোনো বিঘ্ন হলে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কথাও জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন