ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

নগদ অর্থ লেনদেন শিগগিরই ১০ লাখ টাকা করা হবে: বিএসইসি চেয়ারম্যান

ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে খুব শিগগিরই ১০ লাখ টাকা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

গতকাল সোমবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সদস্যের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি একথা বলেন।

এদিন বিকাল ৪টায় প্রথমবারের মতো ডিএসইর ট্রেকহোল্ডারদের সঙ্গে সভা করে বিএসইসি। সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএসইসির কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও মো. আবদুল হালিম অংশগ্রহণ করেন।

ডিবিএর প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রায় ১৮০টি ব্রোকার হাউসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিবিএ সভাপতি বলেন, আজকে কমিশনের সঙ্গে ব্রোকারদের খুবই সৌহার্দ্যপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ব্রোকারদের সঙ্গে এমন সভা হয়নি। সভায় বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আর দু-একদিনের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, যাদের সামর্থ্য আছে, কিন্তু বিনিয়োগের ভালো সুযোগ পাচ্ছেন না, তাদের শেয়ারবাজারে বিনিয়োগে আসার জন্য আহ্বান করেছেন বিএসইসি চেয়ারম্যান।

এর আগে গত ১৯ আগস্ট ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখে উন্নীত করার জন্য বিএসইসিকে অনুরোধ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন