করোনাভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন দুই বছরের ওভারডিউ (খেলাপি) থাকলেও অর্থাৎ রপ্তানিমূল্যের প্রত্যাবাসন না হলেও ইডিএফের ঋণ সুবিধা পাবেন রপ্তানিকারকরা। এতদিন কোনো প্রতিষ্ঠানের ওভারডিউ থাকলে ইডিএফ থেকে ঋণ সুবিধা দেওয়া হতো না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে লকডাউনে বন্ধ ছিল ব্যবসা। অচল হয়ে পড়েছে বিশ্ববাণিজ্য। এতে করে অনেক প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করলেও সময়মতো মূল্য পায়নি। এমন অবস্থায় বিশ্ববাজারে রপ্তানিমুখী শিল্পকে টিকিয়ে রাখতে শর্ত শিথিল করা হয়েছে।