সুশান্ত সিংহ রাজপুত রহস্য মৃত্যুকাণ্ডে সিবিআই-এর মুখোমুখি রিয়া চক্রবর্তী। শুক্রবার সকাল ১০টার সময় তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন তার আইনজীবী। মনে করা হচ্ছে অভিনেত্রীকে কয়েক ঘণ্টা ধরে দীর্ঘ জেরা করবেন গোয়েন্দারা।
বৃহস্পতিবার রিয়ার ভাই শৌভিককেও অনেক ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুরু হওয়ার ১৪ ঘণ্টা পরে রাত ১টা নাগাদ শেষ হয় শৌভিকের ম্যারাথন জেরাপর্ব। এর আগে ইডি-র মুখোমুখিও হয়েছেন দুই ভাইবোন।

মনে করা হচ্ছে, সুশান্ত এবং তার সম্পর্ক নিয়ে বিশদে জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে। কোথায় প্রথম আলাপ থেকে সুশান্তের পরিবারের সঙ্গে রিয়ার সম্পর্ক—সব দিক নিয়েই জানতে চাইবেন গোয়েন্দারা। জেরার বড় অংশ জুড়ে থাকবে তাদের বিলাসবহুল ইউরোপসফরও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।