জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন। শুক্রবার আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এ তথ্য জানায় । এদিনই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করতে চাচ্ছেন। –এনএইচকে, রয়টার্স
জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। সম্প্রতি দুইবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবারও অ্যাবে ফের হাসপাতালে গিয়েছিলেন । জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গেছেন তিনি। এনএইচকে’র রিপোর্টে বলা হয়, শিনজো অ্যাবে নিজেও আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না। তিনি এখন চান সম্মআনজনক বিদায় ও অবসরজীবন।
