ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

ক্রিয়েটিভ আইটি ও ফিনটেজিক কনসালটেন্সির মধ্যে চুক্তি সম্পাদন

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, দেশের তথ্যপ্রযুক্তি সেবা দেশ ও বিদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের অন্যতম প্রযুক্তি সেবা দানকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও দেশের অন্যতম শীর্ষ আর্থিক ও ব্যবসায়ীক সেবা দানকারী প্রতিষ্ঠান ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড আজ এক চুক্তি সম্পাদন করে।

সাধারন মানুষের কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন পরিসেবা ও টেকসই জনশক্তি তৈরী করাই মূল লক্ষ্য ধরে এ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, নির্বাহী পরিচালক পারভিন আখতার, প্রধান মানব সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা নাজিব রাফি এবং ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, প্রধান পরিচালন কর্মকর্তা মহিবুল কবির তমাল, প্রধান গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা সাদিয়া পারভিন, সহকারী ব্যবস্থাপক আসিফ জামান।

এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন