ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

‘শুধুমাত্র পুতিনই বিষ প্রয়োগের নির্দেশ দিতে পারেন’

একমাত্র ভ্লাদিমির পুতিন ছাড়া কেউ বিষ প্রয়োগের অনুমোদন দিতে পারে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির একজন ঘনিষ্ঠ বন্ধু। সরকারের সমালোচনা করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার তিনি অভিযোগ করেন। তবে রাশিয়ান সরকারের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করে সত্যিই বিষ প্রযোগের ঘটনা ঘটেছিল কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করা হয়। খবর রয়টার্সের।

এর আগে দেশটির ৪৪ বছর বয়সি বিরোধী নেতা নাভানলিকে সাইবেরিয়া থেকে মস্কোতে ফেরার সময় বিমানে খাদ্যে বিষ প্রযোগ করা হয়েছিল। পরবর্তীতে গত শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানীতে পাঠানো হয়। গুরুতর অসুস্থ এ নেতার বন্ধু ইভান জাধানব সরাসরি পুতিনের বিরুদ্ধে অভিযোগ করলেও এ ব্যাপারে কোন সত্যতা উপস্থাপন করেননি। অন্যদিকে জার্মানীতে এ নেতার চিকিৎসা চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রাশিযার সাবেক এক গোয়েন্দাকে ইংল্যান্ডে একইভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়। সেখানে রাশিয়া সরকারের হাত ছিল বলে মনে করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন