ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আজ বুধবার সকালে ভূমিকম্প অননুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সকাল ৭টা ৫৪ মিনিটে শিল্পশহর দূর্গাপুর থেকে ভূমিকম্পের খবর পাওয়া যায়।
এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। তবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ২১ আগস্ট সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না।
চলতি সপ্তাহেই সোমবার কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশের অনজো এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রাত ৩টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তখন সবাই ঘুমে থাকায় কেউ তেমন টের পাননি ভূমিকম্প। ফলে আতঙ্ক তৈরি হয়নি।
সূত্র: ইন্ডিয়া টিভি
