ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

পুঁজিবাজারে আসছে ডমিনেজ স্টিল বিল্ডিং

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড পুঁজিবাজারে আসছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৬ আগস্ট বুধবার কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ১৯ টাকা ৮১ পয়সা। ৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ১ টাকা ৪৭ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন