বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ মাইনাস’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৩ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফারেটিং।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সাত শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা দুই পয়সা এবং ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৪১ পয়সা ও ১৪ টাকা ৮২ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে দুই টাকা ২৪ পয়সা, আগের বছর যা ছিল ২৮ পয়সা (লোকসান)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৫ কোটি চার লাখ হাজার টাকা। কোম্পানিটির চার কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ৫৩৩ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ার।
রেনাটা লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএএ’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৩ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফারেটিং।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২০) শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা পাঁচ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৩৬ পয়সা। এছাড়া ২০২০ সালের ৩১ মার্চ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৮৫ পয়সা, যা ২০১৯ সালের ৩০ জুনে ছিল ২০৯ টাকা ৯১ পয়সা।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় ইপিএস হয়েছিল ৪৬ টাকা ৬৩ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ২৩০ টাকা ৯০ পয়সা।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৮ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৭১ কোটি ২৬ লাখ হাজার টাকা। কোম্পানিটির আট কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ২৪২ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে আট দশমিক ১৯ শতাংশ শেয়ার।