শেয়ারবাজার ও বন্ড মার্কেটের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াবে স্বচ্ছ ও উন্নত মানের আর্থিক প্রতিবেদন,যা দেশে স্থানীয় ও বিদেশী বাড়াতে সহায়ক হবে। সেই সাথে ব্যবসার খরচও কমবে।
সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৫—পেশাদার নিরীক্ষকদের ভূমিকা ও দায়িত্ব’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
ওয়েবিনারে এফআরসির সাবেক চেয়ারম্যান সিকিউকে মুসতাক আহমদ বলেন, পেশাগত প্রয়োজনের তাগিদেই নিরীক্ষকদের ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন বিশদভাবে জানতে হবে। যদি এফআরসি কাউকে দোষী হিসেবে শনাক্ত করে থাকে তাহলে ব্যবস্থা নেয়ার আগে যথাযথ বিচার নিশ্চিত করার স্বার্থে এ বিষয়ে কাউন্সিলে আলোচনা করবে। তাছাড়া কাউকে শাস্তি দেয়া হলে এক্ষেত্রে সংক্ষুব্ধদের আপিল করারও সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, কাউন্সিলে বিভিন্ন ক্ষেত্রে থেকে আসা ১১ জন সদস্য রয়েছেন, যাদের দায়িত্ব হচ্ছে অপরাধের গুরুত্ব ও প্রকৃতি আলোচনা করে স্টেকহোল্ডারদের ন্যায়বিচার নিশ্চিত করা। একই সঙ্গে একজন নিরীক্ষকের কাছে অসীম ক্ষমতা ও বড় ভূমিকা রয়েছে। তার নিরীক্ষার মাধ্যমে একটি কোম্পানি ধ্বংস হয়ে যেতে পারে। আবার ভুলের কারণে একটি নিরীক্ষা ফার্ম ধ্বংস হয়ে যেতে পারে বলে জানান তিনি।
আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক বলেন, বৈশ্বিক ব্যবসায়িক প্রেক্ষাপটে একটি স্থানীয় কোম্পানিকে বিদেশী কোম্পানির সঙ্গে কঠিন প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। পেশাদার নিরীক্ষককে কোম্পানির শক্তিমত্তার বিষয়গুলো দেখতে হয়। আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিরীক্ষক কোম্পানির কৌশলগত লক্ষ্য তৈরি এবং স্টেকহোল্ডারদের কাছে তা উপস্থাপন করে থাকেন।
তিনি আরো বলেন, অন্যদিকে পেশাদার নিরীক্ষকরা কোম্পানির আর্থিক বিবরণীর বিধিবদ্ধ নিরীক্ষাও করেন। এ দৃষ্টিকোণ থেকে নিরীক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইনকে আরো কার্যকর করতে সব স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি।
ওয়েবিনারে প্যানেল আলোচনায় অংশ নিয়ে এফআরসির নির্বাহী পরিচালকরা তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে স্বচ্ছ নিরীক্ষা প্রতিবেদন তৈরির ওপর জোর দেন। পাশাপাশি নিরীক্ষা প্রতিবেদন তৈরির সময় গুণগত মান বজায় রাখার আহ্বান জানান তারা।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান সিকিউকে মুসতাক আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির ডিরেক্টর (টেকনিক্যাল) মাহবুব আহমেদ সিদ্দিকী। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফআরসির নির্বাহী পরিচালক মো. সাঈদ আহমেদ, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও এম আনোয়ারুল করিম।