ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

করোনাকে জয় করলেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আছেন।

আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, রোববার (২৩ আগস্ট) রুমিন ফারহানার কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি এখন তার বাসায় আছেন, সুস্থ আছেন।

এর আগে গত ১২ আগস্ট দুপুরে রুমিন ফারহানা তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জানিয়েছিলেন তার কোভিড-১৯ পজিটিভ।

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ এ বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন