ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় ৬০০ কেজি ইলিশ জব্দ

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জব্দ ইলিশের মূল্য প্রায় ১০ লাখ রুপি।

হিন্দুস্তান টাইমস জানায়, পাচারকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত থেকে এসব ইলিশ মাছ জব্দ বিএসএফ।

বিএসএফ জানায়, শনিবার ফরাজিপারা সীমান্তে স্পিডবোটে টহল দিচ্ছিল জওয়ানরা। ওই সময় তারা দেখতে পান, নদীপথে পাটের জাগের তলায় প্লাস্টিকে লুকিয়ে ইলিশ পাচার হচ্ছে।

বাংলাদেশ থেকে চার-পাঁচজনের একটি দল নদীপথে সেই ইলিশ নিয়ে যাচ্ছিল। বিষয়টি বিএসএফের নজরে পড়তেই পাচারকারীরা পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, প্রতি বছর এই সময় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসা হয়। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।

বিশেষত এবার ভারতীয় সীমান্তে ইলিশের সেভাবে দেখা মেলেনি। ফলে চোরাপথে বাংলাদেশ থেকে ইলিশ পাচার হচ্ছে। পাচারের কারণে বাংলাদেশের বাজারেও বেড়েছে ইলিশের দাম।

শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশ থেকে চোরাপথে ইলিশ পাচার হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে পেট্রাপোল সীমান্তে ইলিশ বোঝাই একটি ট্রাক আটক করে বিএসএফ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন