ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে চার দশমিক ৭৪ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে চার দশমিক ৭৪ শতাংশ। আর বাজার মূলধন বেড়েছে এক দশমিক ৩২ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০ দশমিক ৭৫ পয়েন্ট বা এক দশমিক ৯৩ শতাংশ বেড়ে চার হাজার ৭৯৪ দশমিক শূন্য সাত পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে এক হাজার ১০০ দশমিক ৩৪ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ৫২ দশমিক ৭৬ পয়েন্ট বা তিন দশমিক ৩১ শতাংশ বেড়ে এক হাজার ৬৭৪ দশমিক শূন্য সাত পয়েন্টে স্থির হয়। মোট ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ১৫ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি দুটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ১৭৯ কোটি ৬০ লাখ ১৮ হাজার ৮০৯ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ১২৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৮৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ১২১ টাকা বা চার দশমিক ৭৪ শতাংশ।

গেল সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৮ কোটি ৯৪ হাজার ৪৬ টাকা। আগের সপ্তাহে যা ছিল চার হাজার ৫০৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৭৫১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে এক হাজার ৩৯৩ কোটি ১১ লাখ ৬৩ হাজার ২৯৫ টাকা বা ৩০ দশমিক ৯২ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল তিন লাখ ৫৫ হাজার ৮৭ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ২৮০ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল তিন লাখ ৫৯ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ৫২৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক দশমিক ৩২ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ২৭ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৩ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৬২ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৫৬ লাখ ৬৬ হাজার ৬৯০ শেয়ার তিন হাজার ৫২৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৩৪ কোটি ৬৬ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫৯ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৫ টাকা ২০ পয়সা থেকে ৬৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন ৪৩ লাখ ৯৫ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে দুই কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক শূন্য চার শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন দুই কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে ছিল যথাক্রমে আইএফআইসি ব্যাংক লিমিটেড ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফঢান্ড। ব্যাংক খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩২ কোটি এক লাখ ৮৮ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।

আর সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা বিবিধ খাতের ‘বি’ ক্যাটেগরির কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৫৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার। শেয়ার বিজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন