ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

ভারতে বিদুৎকেন্দ্র রক্ষা করতে গিয়ে নিহত ৯

ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন্দ্রটির ভূগর্বস্থ ভবনে কর্মকর্তাদের খুজতে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসির।

বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনা থেকে আগুন ধরলে শুক্রবার পর্যন্ত তা জ্বলতে থাকে। সে সময় বেশ কয়েকজন কর্মী ভিতেরে আটকে পড়ে। সেখানে সে সময় ১৭ জন কর্মী কর্মরত ছিল বলে জানানো হয়। তাদের মধ্যে ৮ জন বেনিয়ে আমতে সক্কষম হলেও বাকিরা কেন্দ্র রক্ষা করতে শেষ পর্যন্ত চেষ্টা করতে গিয়ে আটকে পড়ে। পরবর্তীতে টানেল দিয়ে বেরিয়ে আসতে চাইলেও প্রচণ্ড তাপে তা আর সম্ভব হয়নি।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন