যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিন্ডে প্রার্থী জো বাইডেন এক বক্তব্যে ট্রাম্পের ৪ বছরের বিভক্ত হয়ে যাওয়া এবং মহামারিতে বিপর্যস্ত দেশকে মেরামত করার প্রত্যয় ব্যাক্ত করেন। বৃহস্পতিবার দলটির সম্মেলেনের সমাপনী অধিবেশনে প্রার্থীতা গ্রহণ করে দেয়া বক্তবে তিনি ট্রাম্প শাসনামলের কঠোর সমালোচনা করেন। খবর রয়টার্সের।
বাইডেন বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে দীর্ঘদিন অন্ধকারে ডুবিয়ে রেখেছেন, অনেক ক্ষুব্ধ করেছেন এবং আনেক আতঙ্কে রেখেছন। অনেক ধারায় বিভক্ত করেছেন। এখন আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমাকে বিশ্বাস করেন আমি ভারো কিছু করবো, খারাপ করবো না।’

কর্তমান সময়কে দেশটির জন্য সবচেয়ে খারাপ সময় অভিহিত করেন এ প্রেসিডেন্ট প্রার্থী। বাইডেন ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জনশূন্য পরিবেশে এক ব্যতিক্রমী ভাষণ দেন। করোনাভাইরাসের কারণে দেশটিতে ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যুর ফলে নির্বাচনী কার্যক্রমে মানুষের অংশগ্রহণ খুবই কম দেখা যাচ্ছে।