ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৭ লাখ ১ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৫০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের।

জেনেক্স ইনফোসিস ৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বস্নকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, বিডি ওয়েল্ডিং, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, ইস্টল্যান্ড ইন্সু্রেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফু-ওয়াং ফুড, জিকিউ বলপেন, আইএফআইসি, যমুনা অয়েল, কে অ্যান্ড কিউ, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, এম এল ডাইং, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফনিক্স ফিন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সু্রেন্স, আর একে সিরামিক, রেনেটা, এ আলম কোল্ড রোল্ড স্টিল, সি পার্ল বিচ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্সু্রেন্স, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ইয়াকিন পলিমার লিমিটেড।
