ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

বোলিংয়ে ছন্দে আসতে অপেক্ষায় রাহী

হোম অব ক্রিকেটে নিয়ম মেনেই অনুশীলন করছেন বাংলাদেশ ক্রিকেট দল। সামনে শ্রীলংকা সফরের উদ্দেশ্যে সিলেট স্টেডিয়ামে পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় দলের তারকা পেসার আবু জায়েদ চৌধুরি রাহী। আর সেখান থেকে রাহী জানান নিয়মিত একক অনুশীলনে ফিটনেসের উন্নতি হলেও এখনো বোলিংয়ে চেনা ছন্দে ফেরেননি তিনি। অনুশীলন করে যাচ্ছেন তবে বোলিং ফিটনেসটা এখন নির্ধারিত মানে পৌঁছাইনি। আরও কিছুদিন সময় লাগবে।

সামনে শ্রীলঙ্কা সফর। যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা নিশ্চিত টিম টাইগাওরদের। আর টেস্টে বাংলাদেশের বর্তমানে সেরা বোলার রাহী। দুইবার ৪ উইকেটসহ টেস্টে এখন পর্যন্ত ২৪ উইকেট সিলেটের এই পেসারের ঝুলিতে। ফলে সফরে তার থাকা নিশ্চিত। এর আগে কাঙ্খিত সেরা অবস্থায় পৌঁছানো কি সম্ভব?

তার কণ্ঠে তো সম্ভব অবশ্যই। আর সম্ভব না হলেও সম্ভব করতে হবে। কেননা আন্তর্জাতিক খেলার মানই থাকে ভিন্নরকম। ওই মানের না হলে বোলিং করা সম্ভব হয় না।

তিনি আরো বলেন, চেষ্টা করছি আমি। সিলেটে আমাদের চারটা উইকেট দিয়েছি। আমরা চারজন অনুশীলন করছি। সবগুলো উইকেটই তৈরি করা হয়েছে সবুজ ঘাসের। নিয়মিত বোলিং করে যাচ্ছি। লেটের কোচরা অনেক কষ্ট করছে ফিল্ডিং বলেন বোলিং বলেন আমাদের নিয়ে তারা অনেক পরিশ্রম করছেন। স্পট বোলিং নিয়ে কাজ করছেন। প্রতিদিন সকালে এসে ওয়ার্মআপ করাচ্ছে, রানিং করাচ্ছে, ফিল্ডিং করাচ্ছে বোলিং করাচ্ছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন