প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কমে গেছে ব্যাংকিং খাতের আন্তঃব্যাংক লেনদেন। এক মাসের ব্যবধানে এই লেনদেন কমেছে ৩৫ দশমিক ৪৯ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণের ভয়ে ব্যাংকে টাকা জমা দিতে আসেননি গ্রাহক। তাই ব্যাংকিং খাতের আমানতের পাশাপাশি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর হ্রাস পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর হয়েছে ২৮ হাজার ৯২৭ কোটি টাকা। কিন্তু আগের মাসে এর পরিমাণ ছিল ৪৪ হাজার ৮৪৩ কোটি টাকা। সুতরাং এক মাসের ব্যবধানে লেনদেন কমে গেছে ৩৫ দশমিক ৪৯ শতাংশ।

শুধু আন্তঃব্যাংক লেনদেনই নয়, ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতেও আঘাত হেনেছে করোনাভাইরাস। চলতি বছরের জুন মাসে ব্যাহত হয়েছে আমানত প্রবৃদ্ধির স্বাভাবিক ধারা। ব্যাংকে টাকা রেখে এখন আর আগের মত মুনাফা পাচ্ছেন না গ্রাহক। ঋণ বিতরণের ক্ষেত্রে সুদহার বেঁধে দেওয়ায় ব্যাংকে টাকা রাখার আগ্রহ কমেছে আগের চেয়ে। এর মধ্যে গত মার্চ মাস থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের আগ্রাসন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে আগের বছরের একই মাসের তুলনায় আমানত প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ। কিন্তু গত ডিসেম্বরে ও এই প্রবৃদ্ধি ছিল সাড়ে ১২ শতাংশের ওপরে।
