ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

ব্যবসায়িক স্বার্থে পক্ষপাতের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে

ভারতে ফেসবুকের অনেক ব্যবহারকারী রয়েছে। আর এ বিশাল বাজারে ব্যবসায়িক স্বার্থে নিজেদের আইন লঙ্ঘনের অভিযোগ ওঠেছে সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুকের বর্তমান ও সাবেক কিছু কর্মীর সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট এমন তথ্য ওঠে এসেছে। খবর বিবিসির।

রিপোর্টে বলা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্য থেকে এমপি টি রাজা সিংয়ের কিছু মুসলিম বিদ্বেষী মন্তব্য সরিয়ে ফেলেছে ফেসবুক। ফেসবুক কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিযুক্ত সিং-এর পোস্ট কোম্পানির হেট স্পিচ সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘন করেছে এবং এগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার ব্যাপারে কথা হয়।

কিন্তু ভারতের ফেসবুক পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস মিস্টার সিং ও আরও তিনজন হিন্দু জাতীয়তাবাদীকে ব্যক্তির ও গোষ্ঠীকে সহিংসতাকে উস্কে দেয়ার জন্য হেট স্পিচ রুলসের প্রয়োগের বিরোধিতা করেন।

রিপোর্টে বলা হয়েছে যে, মিস দাস কর্মীদের বলেন-“মিস্টার মোদীর পার্টির রাজনীতিকদের দ্বারা নিয়ম লঙ্ঘন হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে সেটি ভারতে কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনাকে (বিজনেস প্রসপেক্ট) ক্ষতিগ্রস্ত করবে”।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া তৈরি করে ভারতের বিরোধী এমপিদের মধ্যে এবং ভারতে ফেসবুকের আচরণ বা কার্যকলাপ নিয়ে তদন্তের দাবি করেন তারা।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন যে বিজেপি ও এর আদর্শিক সংগঠন আরএসএস ভারতের ‘ফেসবুক নিয়ন্ত্রণ’ করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন