ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরপরই বার্সার কোচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিকে সেতিয়েনকে। নতুন কোচ হিসেবে আসতে পারেন দলটির সাবেক ডিফেন্ডার ও বর্তমান নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান।

সোমবার রাতে কিকে সেতিয়েন বরখাস্তের পরও সাবেক ডিফেন্ডারকে কোচ বানানোর খবর ছিল অনেকটাই গুঞ্জন। তবে মঙ্গলবার বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করলেন, কোম্যানই হচ্ছেন বার্সেলোনার কোচ।

কোম্যান নেদারল্যান্ডস জাতীয় দলের সঙ্গে দুই বছর কাটিয়ে এবার সেতিয়েন জায়গা পূরণ করবেন । ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন সাবেক ডিফেন্ডার। চারটি লা লিগা ট্রফি ও ১৯৯১-৯২ ইউরোপিয়ান কাপও ছুঁয়ে দেখেছেন তিনি। কাতালানদের সঙ্গে তার ক্যারিয়ারে ছিল ১০টি শিরোপা।

এর আগে গত জানুয়ারিতে আরনাস্তে ভালভার্দের জায়গায় বার্সেলোনার কোচের চেয়ারে বনেছিলেন সেতিয়েন। গত ৭ মাসে ২৫টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি যার মধ্যে ১৬টি জিতেছেন। চারটি ড্র করেছেন আর পাঁচটি হেরেছেন। তবে এ মৌসুমে শিরোপা শুন্য থাকতে হয়েছে কাতালানদের।

কোম্যান শুধু খেলোয়াড়ি ক্যারিয়ার নয়, ১৯৯৮ থেকে দুই বছরের জন্য সহকারী কোচও ছিলেন। তারপর লম্বা কোচিং ক্যারিয়ারে কোম্যান আয়াক্স, বেনফিকা, পিএসভি, ভ্যালেন্সিয়া, সাউদাম্পটন ও এভারটনে দায়িত্ব পালন করেছেন।

এদিকে শেষমেশ কোম্যানকে দলে ভেড়াতে না পারলে বিকল্পও ভেবে রেখেছে বার্সা। পদ ফিরে পেতে পারেন গেল জানুয়ারিতে চাকরি হারানো আর্নেস্তো ভালভার্দেও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন