ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

করোনাকালে বাংলাদেশকে বিশেষ ভিসা সুবিধার আশ্বাস শ্রিংলার

করোনাকালে বাংলাদেশিদের বিশেষ ভিসা সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানিয়েছেন।

সাংবাদিকদের সাথে বৈঠকে তিনি জানান, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং মেডিকেল ও বিজনেস ভিসা পাবার বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিনে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ।

এদিকে সাংবাদিকদের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্র সচিব। আজই তার ভারত ফিরে যাবার কথা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন