ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

ঢাকা সফরে এলেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

অনির্ধারিত সফরে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দূতাবাস সূত্র গণমাধ্যশকে এ তথ‌্য নিশ্চিত করেছে।

এর আগে গত মার্চে সরকারি সফরে তিনি ঢাকায় এসেছিলেন। তবে এবারের সফরের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

জানা গেছে, হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন