করোনায় মারা গেছেন ভারতের প্রাক্তন ওপেনার চেতন চৌহান। গত এক মাস ধরে মহামারি এই ভাইরাসের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। শুক্রবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।
শনিবার দিনভর অতি আশঙ্কাজনক অবস্থায় থাকার পর রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রসঙ্গত, ভারত জাতীয় দলে চৌহানের অভিষেক ১৯৬৯ সালে। ১৯৮১ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ভারতের জার্সিতে খেলেছেন ৪০ টেস্ট ও সাত ওয়ানডে। টেস্টে কোনো সেঞ্চুরি নেই তাঁর, ১৬ হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ২০৮৪। সাতটি ওয়ানডেতে মোট রান ১৫৩। সুনীল গাভাস্কারের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিটা বিখ্যাত ছিল ভারতে, দুজন মিলে ১০ বার এক শোরও বেশি রানের জুটি গড়েছেন, করেছেন তিন হাজারেরও বেশি রান।