ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে এনবিআরের উচ্চমান সহকারীর মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোহাম্মদ ইউনুছ নামে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক উচ্চমান সহকারী মারা গেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমবার এনবিআরের কোন কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সৈয়দ এ মু’মেন শেয়ার বিজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে উচ্চমান সহকারী মোহাম্মদ ইউনুছ (৫৪) কিছুদিন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুতে এনবিআর গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, এ উচ্চমান সহকারী ১৯৬৬ সালের ১ মার্চ বরিশাল জেলার মুলাদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ৩১ মে এনবিআরের তৃতীয় শ্রেণির পদে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, বুদ্ধিসম্পন্ন, সদালাপী ও বিনয়ী ছিলেন। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

এনবিআর সূত্র জানায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমস ও ভ্যাটে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন এনবিআরের একজন সদস্য ও একজন কমিশনার রয়েছে। মারা গেছেন পাঁচজন। এর মধ্যে তিনজন রাজস্ব কর্মকর্তা, একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন গাড়ি চালক।

আয়কর বিভাগে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে একজন কমিশনার, একজন উপ কমিশনার মারা গেছেন। একজন কমিশনার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন