করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোহাম্মদ ইউনুছ নামে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক উচ্চমান সহকারী মারা গেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমবার এনবিআরের কোন কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সৈয়দ এ মু’মেন শেয়ার বিজকে বলেন, করোনা আক্রান্ত হয়ে উচ্চমান সহকারী মোহাম্মদ ইউনুছ (৫৪) কিছুদিন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার মারা গেছেন। তার মৃত্যুতে এনবিআর গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, এ উচ্চমান সহকারী ১৯৬৬ সালের ১ মার্চ বরিশাল জেলার মুলাদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ৩১ মে এনবিআরের তৃতীয় শ্রেণির পদে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, বুদ্ধিসম্পন্ন, সদালাপী ও বিনয়ী ছিলেন। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

এনবিআর সূত্র জানায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমস ও ভ্যাটে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন এনবিআরের একজন সদস্য ও একজন কমিশনার রয়েছে। মারা গেছেন পাঁচজন। এর মধ্যে তিনজন রাজস্ব কর্মকর্তা, একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন গাড়ি চালক।
আয়কর বিভাগে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে একজন কমিশনার, একজন উপ কমিশনার মারা গেছেন। একজন কমিশনার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ।