নতুন করে সংক্রমণশূন্য ১০২ দিন পার করার পর নিউজিল্যান্ডে আবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। স্থানীয় পর্যায়ে মাত্র চারজনের শরীরে সংক্রমণ পাওয়া মাত্রই লকডাউন আরোপ করা হয়েছে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, শনাক্ত চার করোনারোগীই অকল্যান্ডের। তারা একই পরিবারের এবং সম্প্রতি কোথাও ভ্রমণে যাননি।

সংক্রমণ যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে যে জন্য পুরো অকল্যান্ড জুড়ে তিন দিনের লকডাউন আরোপ করা হয়েছে। বুধবার থেকেই লকডাউনের বিধিনিষেধ কার্যকরী করা হবে।
এই সময়ে অকল্যান্ডবাসীকে বাড়িতে থাকতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বড় ধরনের জনসমাগম নিষেধ করা হয়েছে এবং অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে। নিউজিল্যান্ডের বাকি এলাকায় সামাজিক দূরত্বের বিধি নেমে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, করোনাভাইরাসের নতুন সংক্রমণের ঘটনায় নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার সময় পিছিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেসিন্ডা আরডার্ন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনেকটাই সফল নিউজিল্যান্ড। দেশটিতে প্রথম সংক্রমণের খবর পাওয়া যায় ফেব্রুয়ারির শেষ দিকে। এখন পর্যন্ত আক্রান্ত শনাক্তের সংখ্যা মাত্র ১ হাজার ২২০ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।