ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ৫.১ মাত্রার ভূমিকম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তর ক্যারোলিনাতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৮ টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এটি আটলান্টা, ওহিও ও ওয়াশিংটন থেকেও অনুভব করা গেছে।

এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, এটি উত্তর ক্যারোলিনার ১০০ বছরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্প। এর আগে ১৯১৬ সালেও সেখানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববারের ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে কোথাও কোথাও বসতবাড়ির সামান্য ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এছাড়া, বেশ কিছু স্থানে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন