বাংলা সিনেমার গানের মধ্যে ইউটিউবে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘দিল দিল দিল’। শাকিব খান ও শবনম বুবলি জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র গান এটি।
ইউটিউব চ্যানেল ললিপপে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল দিল’ আপলোড করা হয়। বুধবার পর্যন্ত দেখা হয়েছে ৭ কোটি ১০ লাখের বেশিবার।
‘দিল দিল দিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। কথা লিখেছিলেন কবির বকুল, সংগীতায়োজন শওকত আলী ইমনের। দৃশ্য ধারণ করা হয় থাইল্যান্ডে, কোরিওগ্রাফার ছিলেন ভারতের আদিল শেখ।
‘বগসিরি’ পরিচালনা করেন শামীম আহমেদ রনী। প্রযোজনা করেন খান ফিল্মসের কর্ণধার টপি খান।
সংবাদমাধ্যমকে প্রযোজক টপি খান বলেন, “২০১৬ সালে এখনকার মতো ইউটিউব ওতটা অ্যাভেলেবল ছিল না। নইলে আরও বেশি দর্শকের কাছে ‘দিল দিল দিল’ পৌঁছে যেত। তারপরও এটি বাংলা সিনেমার গানে নতুন এক মাইলফলক। কাজটি সফল করতে নেপথ্যে যারা কাজ করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই।”
অবশ্য বাংলা গান বিচারে এখনো এগিয়ে আছেন আরমান আলিফ। এই গায়কের সিঙ্গেল ‘অপরাধী’ ইউটিউব দেখা হয়েছে ২৭ কোটির বেশিবার।