ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

কক্সবাজারে সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ

পুলিশের পুলিতে টেকনাফে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় আজ বুধবার কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ ও শামলাপুর তদন্ত কেন্দ্রের আইসি লিকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ সিনিয়ার জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত অবঃ মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়া।
তোলপাড় করা এই ঘটনা পর্যবেক্ষণে আজ কক্সবাজার পৌঁছান সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ।

দুই বাহিনীর এই দুই প্রধান দুপুর একটার দিকে বিশেষ হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন