ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫০ ও আক্রান্ত ১৯১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘন্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৯১৮ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৩৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ২০ জন। এর মধ্যে ১ হাজার ৯৫৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন