ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ২২ ও আক্রান্ত ৩৬৮৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৮৮৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ৫৮৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৮৭৯ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.০৫ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩ শতাংশ এবং সুস্থতার হার ৫৬.৮৪ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী পাঁচজন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে, বরিশাল বিভাগে দুজন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে আটজনের, ৭১-৮০ ও ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে দুজন করে এবং ৪১-৫০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩২৪ জনের, ছাড় পেয়েছেন ১৮৫ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২০ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৯৯২ জনকে, ছাড় পেয়েছেন ১ হাজার ৮৯৫ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫ হাজার ৩৬৯ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন