আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের মহিমায় শনিবার সারাদেশে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের নামাজের পর সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন মুসলিমরা।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন (১০ জিলহজ) ছাড়াও পরবর্তী দুদিনও পশু কোরবানি করা যায়।

অনেকে একাধিক পশু কোরবানি করেন, কেউ পারিবারিক ঐতিহ্য মেনে আবার কেউ ঈদের দিন কসাই ও শ্রমিক না পেয়ে দ্বিতীয় দিনও কোরবানি দিচ্ছেন।
ঈদের দ্বিতীয় দিন রবিবার সরেজমিন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কোরবানির চিত্র। যদিও ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।
এছাড়া এদিনও কোরবানির মাংসের আশায় কিছু দরিদ্র মানুষকে বিভিন্ন বাসাবাড়িতে যেতে দেখা গেছে।

রাজধানী ঢাকার বাইরেও মহানগরীগুলোতে দ্বিতীয় দিনেও কোরবানি দেওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিক ঐতিহ্য কিংবা একাধিক পশু কোরবানি দেন বলে দ্বিতীয় দিনেও কেউ কোরবানি দিচ্ছেন।
এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতায় তৎপর রয়েছে সিটি করপোরেশনের কর্মীরা। প্রথম দিনের প্রায় সব বর্জ্যই মোটামুটি পরিষ্কার করা হয়েছে।