তুরস্ককে আরব সংক্রান্ত কোন ইস্যুতে নাক না গলানোর পরামর্শ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন। সেই প্রসঙ্গেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ডাঃ আনওয়ার বিন মোহাম্মদ গারগাশ তুরস্ককে হুঁশিয়ার করেছেন।
আল জাজিরাকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি লিবিয়া এবং সিরিয়ায় আমিরাতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বলেন, ‘লিবিয়া ও সিরিয়ায় আমিরাতের অপকর্মের জন্য অবশ্যই তাদের আমরা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো। সঠিক জায়গায়, সঠিক সময়ে তা করা হবে।’

শনিবার আনওয়ার গারগাশ তার অফিশিয়াল টুইটার পাতায় দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘হুমকি দিয়ে সমপর্ক রক্ষা করা যায় না। আর এখনকার সময়ে উপনিবেশিক মননের কোনও স্থান নেই’।
প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলির সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘসহ তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য। আর হাফতার বাহিনীর সমর্থনে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে রাশিয়া, ফ্রান্স, মিসর ও সৌদি আরব।
