জলবায়ু পরিবর্তন ঠেকানোর লড়াইয়ে নেমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের সাহায্য করবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এক কোটি টাকার ‘প্রাইজমানি’ বাংলাদেশের পাশাপাশি ভারতও পাবে।
গ্রেটা মঙ্গলবার নিজের টুইটারে এই ঘোষণা দেন। সেখানে জানান, বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থাকে তিনি ১ লাখ ইউরো দেবেন। এই তালিকায় বাংলাদেশের ব্র্যাককে রাখার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেটা লিখেছেন, ‘ভারত এবং বাংলাদেশের লাখ লাখ মানুষ এখন ভয়াবহ বন্যার কবলে। দেশটি ইতিমধ্যে আবার আমফান এবং কভিড-১৯ মহামারীতে দিশেহারা।’
‘আমার ফাউন্ডেশন থেকে ব্র্যাক, গুঞ্জ, অ্যাকশন এইড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে ১ লাখ ইউরো প্রাইজমানি দিচ্ছি।’
গ্রেটার অনুদানের বিষয়টি ব্র্যাকের ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে। বিশ্বের শীর্ষ এনজিওটি জানিয়েছে, তারা পাবেন প্রায় ২৫ লাখ টাকার মতো। বাকি টাকা অন্য দুটি সংস্থাকে দেয়া হবে।কয়েক বছর ধরে পৃথিবীবাসীর কাছে এক পরিচিত নাম গ্রেটা। নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসেন তিনি। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ গত বছর জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন এই ‘বিস্ময়বালিকা’।