লাক্স তারকা নাদিয়া আফরিন মিম। ২০১৬ সালে ধূমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর বেশ ভালোই চলছিল তার সুখের সংসার।
এদিকে ২০১৮ সালে হঠাৎ ভেঙে যায় নাদিয়ার সংসার। এরপর থেকে একাই রয়েছেন এই অভিনেত্রী।
তবে এবার আবারও আলোচনায় আসলেন নাদিয়া। তাও দ্বিতীয় বিয়ে করে! এবার নাদিয়া বিয়ে করলেন আরেক অভিনেতা ইমনকে। তবে বাস্তবে নয়, নাদিয়ার এই বিয়েটি সম্পন্ন হয়েছে বিজ্ঞাপনে!
সম্প্রতি নাদিয়া-ইমন নবদম্পতি রূপে হাজির হয়েছেন একটি বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে ছবিটি তুলেন তারা।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে জানা গেছে, গেল ২৬ জুলাই (রোববার) প্রিয়াঙ্কা শুটিং স্পটে সেফলি টি নামের একটি চায়ের বিজ্ঞাপনের শুটিং করেন তারা। এখানে নবদম্পতি হিসেবে দেখা যাবে তাদের। রোমান্টিক আমেজের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আসিফ। শিগগির এটি প্রচারে আসবে।
এদিকে ইমন বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন অনন্ত জলিলের প্রযোজনায় নতুন ছবিতে শুটিং শুরু করার। এছাড়া সৈকত নাসির পরিচালিত আকবর নামের ছবিতেও নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
আর নাদিয়া ব্যস্ত আছেন ছোট পর্দার কাজে।