ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন

প্রবাসীদের জন্য এসআইবিএলর গুচ্ছ প্রণোদনা

প্রবাসী বাংলাদেশিদের অবদানকে গুরুত্ব দিয়ে তাদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করেছে। এসআইবিএল প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয়ে এবং বিনিয়োগে উৎসাহিত করতে নিয়েছে নানামুখী পদক্ষেপ।

রেমিটেন্সের অর্থ ব্যবহার কওে সংশ্লিষ্ট শাখায় মুদারাবা সঞ্চয়ী হিসাব খুললে বিদ্যমান মুনাফার হার হতে অতিরিক্ত ১% মুনাফা প্রদান, মুদারাবা মেয়াদি আমানত হিসাব খুললে বিদ্যমান মুনাফা হার হতে অতিরিক্ত ০.৫০% মুনাফা প্রদান, বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান হারের চেয়ে ১% কম মুনাফা গ্রহণ করা হবে এবং রেমিটেন্সের আয় হতে কিস্তি পরিশোধ করা হলে মুনাফার ১০% ফেরত দেয়া হবে।

এছাড়াও ব্যবসা করতে চাইলে ৩০% অর্থ রেমিটেন্সের সঞ্চয় হতে প্রদান করে বাকি ৭০% অর্থ এসআইবিএল হতে বিনিয়োগ নিতে পারবেন, যার ওপর চলতি হারের চেয়ে ১% কম মুনাফা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন