টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা থেকে জনবল এনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত ১২টায় কুড়িগ্রাম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটোনায় কেউ হতাহত হয়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের মাস্টার মনির আহমেদ বলেন, সকাল ৮টার দিকে ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো লাইনে তোলে। সকাল ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস, এরপর নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস ছেড়ে যায়।