ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

৩০ বছর অপেক্ষার পর জয়ের উল্লাসে মেতেছে লিভারপুল

শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। কিন্তু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো বুধবার রাতে। তিরিশ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাসে মাতার আগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে একের পর এক গোল উদযাপনেও মেতেছে লিভারপুল।

বুধবার বাংলাদেশ রাত দেড়টায় শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে অতিথি দলকে ৫-২ গোলে উড়িয়ে দেয় ইয়ুর্গেন ক্লপের দল। একটি করে গোল করে বড় এই জয়ে অবদান রাখেন নাবি কেইতা, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জিওরর্জিনিও ভিনালডাম, রবের্তো ফিরমিনো ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

বিশাল এই জয়ের পর পরই ট্রফি হাতে বুঝে পায় লিভারপুল। যদিও রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা অনেক আগে নিশ্চিত হয় দলটির।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সমর্থকদের মাতামাতি না করার জন্য আহ্বান জানানো হয়েছিল, সমর্থকদের ঘরে থাকতে বলা হয়েছিল। কিন্তু দৃশ্যত এসব নির্দেশনা মানা হয়নি। তিন দশক পর লিগ শিরোপার উদ্‌যাপন ঠিকই করেছেন তারা।

ম্যাচের আগে অ্যানফিল্ডের আশপাশে ফোটানো হয় আতশবাজি। চ্যাম্পিয়ন লিভারপুলকে অভিনন্দন বার্তা লেখা ব্যানার নিয়ে আকাশে উড়ল বিমানও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন