আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় বেসামরিক ও তালেবান সদস্যসহ ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত আট জন বেসামরিক।
বুধবার (২২ জুলাই) পূর্বাঞ্চলীয় প্রদেশ হেরাতের আদ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীগুলোর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন।
নিহত ৪৫ জনের মধ্যে আট জন বেসামরিক কিন্তু বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কি না, তা পরিষ্কার হয়নি।
এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীগুলোর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।

তদন্তের ফলাফল জনসাধারণ ও গণমাধ্যমকে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।