ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ৭ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়

বুধবার রূপালী ব্যাংক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

মতিঝিলস্থ রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ।

এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, পরিচালক শওকত জাহান খান, এফসিএমএ, পরিচালক ও উপসচিব মুর্শেদা জামান, স্বতন্ত্র পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার ও রূপালী ব্যাংক লিমিটেডের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা বেগমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন