ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১:১৬ অপরাহ্ন

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ২৫৫ কোটি টাকা ঋণ দেবে সিটি ব্যাংক

বেসরকারি সিটি ব্যাংককে প্রায় ৩০ মিলিয়ন ডলার (স্থানীয় মুদ্রায় ২৫৫ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। যার মাধ্যমে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কর্পোরেট কোম্পানিগুলোকে অর্থায়ন করা হবে।

শনিবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আইএফসির সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করে সিটি ব্যাংক। চুক্তিতে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও আইএফসির বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ব্যাংকের পক্ষে জানানো হয়, আইএফসি ঋণ দিচ্ছে মূলত তাদের কোভিড-১৯ বৈশ্বিক যে আট বিলিয়ন ডলারের প্যাকেজ সেই খাত থেকে। ফার্স্ট ট্র্যাক এই ফিন্যান্সিং প্যাকেজ তারা চালু করেছে মূলত কোম্পানিগুলো যাতে তাদের ব্যবসা অব্যাহত রাখতে পারে।

কোভিড-১৯ এর কারণে তারা বিনিয়োগ করছে ব্যবসায়ীদের পুঁজি ঠিক রাখতে। এই কাজে আইএফসি সারা বিশ্বের উদীয়মান অর্থনীতির অঞ্চলের ব্যাংকগুলোকে দুই বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের সব খাত সচল রাখতে পারবে, এমনকি কর্মীদের বেতন-বাবদ ব্যয়ের বিষয়টি সমন্বয় করতে পারবে।

সূত্র: যায়যায়দিন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন