ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন

সাবেক যুব মন্ত্রী আবুল কাশেম আর নেই

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার সাবেক যুব মন্ত্রী আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আবুল কাশেমের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের বাবা-মায়ের নামে তার প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন